বাংলাদেশে উদ্যোক্তাবৃত্তির প্রাথমিক যাত্রা ও এর ক্রমবিকাশ এবং এ পথধারায় যুক্ত উদ্যোক্তাদের জীবনের সংগ্রাম নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চলমান গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে ২০২৩ সালের জানুয়ারিতে 'পথিকৃৎ উদ্যোক্তাদের জীবনসংগ্রাম' শীর্ষক একটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল। এর মূল পরিকল্পনাতেই ছিল যে, এ গবেষণা কার্যক্রমের আওতাধীন উদ্যোক্তাদেরকে তিন কালপর্বে বিভক্ত করে সে অনুযায়ী তিনটি গ্রন্থ প্রকাশিত হবে। আর সে পরিকল্পনারই দ্বিতীয় ধাপ হিসেবে সংগ্রামী উদ্যোক্তাদের সাহসী পথচলা' শীর্ষক এ গ্রন্থটি প্রকাশিত হলো।
'সংগ্রামী উদ্যোক্তাদের সাহসী পথচলা' শীর্ষক গ্রন্থে শিল্পোদ্যোগ ছাড়াও মুক্তিযুদ্ধ, চিকিৎসা, প্রকাশনা, গণমাধ্যম, সাহিত্য, বিজ্ঞাপনশিল্প, এনজিও কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সমাজকল্যাণ ইত্যাদি ক্ষেত্রের অগ্রণী ব্যক্তিত্বদের পেশাগত যুদ্ধ ও সংগ্রামের নানা দিকসমূহ সবিস্তারে তুলে ধরা হয়েছে। গ্রন্থে অন্তর্ভুক্ত প্রয়াত উদ্যোক্তাদের কর্ম ও অবদানকে তুলে ধরেছেন তাঁদের পরিবারের সদস্যরা অথবা তাঁদের সাথে যারা ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তাঁরা। অন্যদিকে বেঁচে থাকা উদ্যোক্তারা তাঁদের নিজেদের জীবনের অসাধারণ সব হার না মানা অভিজ্ঞতার কথা নিজেরাই তুলে ধরেছেন, যা এ গ্রন্থের সম্পাদক ও পাঠক উভয়ের জন্যই একটি পরম সৌভাগ্যের বিষয়।
প্রথাগত অগভীর আলোচনার দৃষ্টিকোণ থেকে শিল্প ও ব্যবসাকেই মূলত উদ্যোক্তাবৃত্তির প্রধান ক্ষেত্র বলে মনে করার যে আটপৌঢ়ে ধারণা দেশে প্রচলিত আছে, তার বাইরে যেয়ে ভিন্নতর পেশার মানুষদেরকে এ গ্রন্থে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে প্রচলিত সে ধারণার ভিত অনেকখানিই ভেঙে দেয়া সম্ভব হলো বলে মনে করি। আর এর মধ্য দিয়ে উদ্যোক্তাবৃত্তির ক্ষেত্রই যে শুধু প্রসারিত হলো তাই নয়, একইসঙ্গে সম্প্রসারিত নতুন ক্ষেত্রের মেধাবী উদ্যোক্তাদের যুথবদ্ধতা বাংলাদেশের উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমকে অনেকখানি এগিয়ে নিয়ে যেতেও সহায়তা করবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। 'সংগ্রামী উদ্যোক্তাদের সাহসী পথচলা' গ্রন্থটির মূল সাফল্য যদি সামান্য কিছুও অর্জিত হয়, তাহলে সে ক্ষেত্রে উদ্যোক্তাবৃত্তির এ ক্ষেত্র সম্প্রসারণের বিষয়টিই প্রাধান্য পাবে বলে আশা করা যায়।